প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৫ রানে। দ্বিতীয় ইনিংসে উঠল ১৬১ রান।
তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ১২১। ব্যাট করছিলেন খাজা ও স্মিথ। এটাই শেষ কার্যকরি জুটি। মঙ্গলবার খাওয়াজা ফিরে গেলেন ৬৪ রানে। অধিনায়ক স্মিথ করলেন ৩১। তারপর আর কেউ সেভাবে দাঁড়াতেই পারলেন না। অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৬১ রানেই। ৬টি উইকেট তুলে নিলেন অ্যাবট।
প্রথম ইনিংসে ৩, দ্বিতীয় ইনিংসে ৬, মোট ৯ উইকেট নেয়ার সুবাদে ম্যাচের সেরা অ্যাবট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৮৫ ও ১৬১
দক্ষিণ আফ্রিকা : ৩২৬।
ফলাফল : দক্ষিণ আফ্রিকা জয়ী ইনিংস ও ৮০ রানে।