সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : আমরা তৃণমুল আওয়ামীলীগের নেতাকর্মীরা কোন এমপির রাজনীতি করি না। আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি। যে এমপি কোন সাধারন নেতাকর্মীকে মুল্যায়ন করে না এবং মুল সংগঠনকে প্রাধান্য দেয় না, সব সময় তার নিজস্ব সুবিধার্তে গুটিকয়েক অরাজনৈতিক মানুষকে নিয়ে ব্যস্ত থাকে। সেই ধরনের এমপি আমাদের কোন প্রয়োজন নেই।
আজকের এই সভা থেকে জননেত্রী শেখ হাসিনার নিকট আমাদের প্রাণের দাবি, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন একজনকে মনোনয়ন দিবেন, যে তৃণমুল আওয়ালীগের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে দলকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে উপজেলা গণমিলনায়তনে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বওব্যে এভাবেই সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপির প্রার্থীতা পরিবর্তনের ডাক দিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খাঁন।
তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহীনুর তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক অমল কান্তি কর, সাবেক সাধারন সম্পাদক আবদুল জলিল তালুকদার, সহ-সভাপতি ইকবাল হোসেন তালুকদার, যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মণ,উপজেলা শ্রমিকলীগ আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক বাবুল গাঙ্গুলী, উপজেলা আ’লীগ নেতা আজিজুল হক, ওয়ার্ড আ’লীগের সভাপতি দ্বিজেন্দ্র রায়, সাধারন সম্পাদক এমদাদ নুর, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম, রাজন চন্দ, ধীমান চন্দ প্রমুখ।