স্টাফ রিপোর্টার: পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন দেশটির ওয়ানডে দলের অধিনায়ক মোহাম্মদ আজহার। মঙ্গলবার পিসিবির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। জানা গেছে, স্পট ফিক্সিংয়ে অভিযোগে নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আমিরকে দলে অন্তর্ভুক্ত করায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পিসিবি তার এ পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবেই প্রত্যাখ্যান করেছে।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে পাকিস্তান দলে বেশ জোরেসোরেই প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে ২১ ডিসেম্বর দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু হয়েছে। অনুশীলনে আমিরকে যোগদান করানোর পরই আপত্তি তুলেছেন আজহার। ফলে প্রশিক্ষণ শিবিরে আমিরকে রাখা না রাখা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। যার জের হিসেবে অনুশীলন থেকে কিছুদিন দূরে সরে ছিলেন তিনি। ক্রিকেটার মোহাম্মদ হাফিজও যোগ দিয়েছিলেন আজহারের সঙ্গে। তবে পিসিবির অনুরোধে পরে তারা অনুশীলনে ফিরে এসেছেন।
ইতোমধ্যে বিষয়টি সমাধানের জন্যে রবিবার পিসিবি আমিরের সাথে আলোচনা করেছে। কিন্তু ওই আলোচনার দুই দিন পরই আজহার এ পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘আজহার আলী পিসিবির চেয়ারম্যানের সাথে দেখা করেছেন। তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু চেয়ারম্যান তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। আলোচনার পর আজহার আলী অধিনায়ক হিসেবে তার দায়িত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন।’
পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি তাদের উদ্বেগকে সম্মান করি। আমি তাদের বলেছি, খেলতে গেলে অনেক কিছু ছাড় দিতে হয়। তারা আমার কথা বুঝতে পেরেছে এবং আমাদের সাথেই তারা আছেন।’