ওয়েলিংটনে ডাবল সেঞ্চুরি করে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিব উঠেছিলেন ক্যারিয়ার সেরা ২৩ নম্বরে। ক্রাইস্টচার্চে দুই ইনিংসেই আউট হওয়ার ধরনে পড়েছেন সমালোচনার মুখে। তবে র্যাঙ্কিং শুধু বোঝে রানসংখ্যা। ৫৯ ও ৮ রান করে সাকিব এগিয়েছেন এক ধাপ।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সাকিব এগিয়েছেন এক ধাপ। হ্যাগলি ওভালে ৪ উইকেট নিয়ে উঠেছেন ১৪ নম্বরে।
ব্যাটিংয়ের মতো অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও সাকিব উঠেছেন নতুন উচ্চতায়। তবে এখানে র্যাঙ্কিংয়ের অবস্থানে নয়, রেটিং পয়েন্টে। ওয়েলিংটন টেস্ট শেষে রেটিং পয়েন্ট ছিল ৪৩৬। ক্রাইস্টচার্চের পর সেটি হয়েছে ৪৪৩।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবস্থান এখনো ২-এ আছে সাকিবের। তবে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ব্যবধান কমাতে পেরেছেন আরেকটু। ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অশ্বিন। পরের টেস্টেই মুখোমুখি হবেন ২ জন। দলের লড়াইয়ের ভেতর ২ জনের ব্যক্তিগত বোঝাপড়ার ব্যাপারও হয়ত থাকবে!