সীমিত ওভারের দুই সিরিজেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই ব্যর্থ হয় টাইগাররা। তবে সেই হতাশা ভুলে টেস্ট সিরিজে ভালো কিছু করতে মরিয়া মুশফিকের দল। বেসিন রিজার্ভের উইকেট পেস বান্ধব হওয়ায় বাড়তি দায়িত্ব নিতে হবে টাইগার ব্যাটসম্যানদের। শেষ টি টোয়েন্টিতে ইনজুরিতে পড়লেও, প্রথম টেস্টের জন্য পুরোপুরি ফিট তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ওয়েলিংটন টেস্ট দিয়েই অভিষেক হতে যাচ্ছে টাইগার পেসার তাসকিন আহমেদের।
অন্যদিকে দারুণ ছন্দে থাকলেও, বাংলাদেশকে নিয়ে সতর্ক স্বাগতিকরা। সীমিত ওভারের সিরিজে না থাকলেও, টেস্টে ফিরেছেন রস টেইলর। ওয়েলিংটনে এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুবারের মুখোমুখি দেখাতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।