সিডনিতে সেঞ্চুরি করায় ইউনিসই এখন বিশ্বের সবচেয়ে বেশি দেশে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান। এর আগে দশটি সদস্যভুক্ত দেশে সেঞ্চুরি করেছিলেন ভারতের সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়ায় চলমান টেস্টে সেঞ্চুরিটি বিশ্বের ১১তম দেশে করে নিজেকে অনন্য উচ্চাতায় নিয়ে গেলেন ইউনিস।
অস্ট্রেলিয়ায় সিডনি টেস্টে প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৫৩৮ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান। নিজেদের ইনিংসের শুরুতে দলীয় ৬ রানেই ২ উইকেটে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তবে সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলোর চেষ্টা করেন ইউনিস খান ও আজহার আলী। ব্যক্তিগত ৭১ রানে আজহার আলী ফিরলেও সেঞ্চুরি তুলে নিয়ে দলকে একাই টানেন ইউনিস। ২০৮ বল মোকাবিলা করে ১১টি চারের সাহায্যে ক্যারিয়ারের ৩৪তম টেস্ট সেঞ্চুরিটি তুলে নেন তিনি।
বিশ্বের ১১টি দেশের বিভিন্ন ভেন্যুতে ইউনিস খানের টেস্টে সর্বোচ্চ ইনিংসগুলো হচ্ছে, করাচি (৩১৩), বেঙ্গালুরু(২৬৭), ওভাল (২৬৭), আবুধাবি (২১৩), চট্টগ্রাম (২০০), হারারে (২০০), গল (১৭৭), অকল্যান্ড (১৪৯), সিডনি (১৩৪*), কেপটাউন (১১১)।