অগ্রসর প্রতিবেদক: জেলায় চলতি বোরো মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে। এ মৌসুমের ধানকাটা প্রায় শেষ পর্যায়ে। ধানের বাম্পার ফলনে কৃষকরা খুশি।
এ বছর চালের আকারে কৃষি বিভাগের ধার্যকৃত লক্ষ্যমাত্রা ছিল হেক্টর প্রতি ৩ দশমিক ৮৮ মেট্রিক টন। সেখানে ধান কাটা মাড়াইয়ের পর দেখা গেছে, হেক্টর প্রতি ৪ দশমিক ২৬ মেট্রিক টন চালের ফলন হয়েছে জেলায়। চলতি বোরো মৌসুমে জেলায় মোট ১ লাখ ৮৯ হাজার ৫শ’ ৩৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে হাইব্রীড জাতের ১০ হাজার ২শ’ ৯৫ হেক্টর এবং উন্নত ফলনশীল (উফশী) জাতের ১ লাখ ৭৯ হাজার ২শ’ ৪০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।
জেলার ১১টি উপজেলায় উপজেলাভিত্তিক বোরো ধান চাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় হাইব্রীড ২ হাজার ২শ’ ও উফশী ১৫ হাজার ৫শ’ মোট ১৭ হাজার ৭শ’ হেক্টর, রানীনগর উপজেলায় হাইব্রীড ৩শ’ ২০ ও উফশী ১৮ হাজার ৭শ’ ৯০ মোট ১৯ হাজার ১শ’ হেক্টর, আত্রাই উপজেলায় হাইব্রীড ২ হাজার ৭শ’ ও উফশী ১৬ হাজার ১শ’ ৫০ মোট ১৮ হাজার ৮শ’ ৫০ হেক্টর, বদলগাছি উপজেলায় হাইব্রীড ২শ’ উফশী ১২ হাজার ৫শ’ ৫০ মোট ১২ হাজার ৭শ’ ৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় হাইব্রীড ৪শ’ ৬০ ও উফশী ২৪ হাজার ৮শ’ ৯০ মোট ২৫ হাজার ৩শ’ ৫০ হেক্টর, পতœীতলা উপজেলায় হাইব্রীড ১শ’ ও উফশী ২০ হাজার ৪শ’ মোট ২০ হাজার ৫শ’ হেক্টর, ধামইরহাট উপজেলায় হাইব্রীড ১ হাজার ১শ’ ৭০ ও উফশী ১৫ হাজার ৮শ’ মোট ১৬ হাজার ৯শ’ ৭০ হেক্টর, সাপাহার উপজেলায় হাইব্রীড ২০ ও উফশী ৬ হাজার ৮শ’ ৬০ মোট ৬ হাজার ৮শ’ ৮০ হেক্টর, পোরশা উপজেলায় হাইব্রীড ১ হাজার ৭শ’ ও উফশী ৬ হাজার ৫শ’ মোট ৮ হাজার ২শ’ হেক্টর, মান্দা উপজেলায় হাইব্রীড ১ হাজার ৪শ’ ও উফশী ২০ হাজার ৪শ’ মোট ২১ হাজার ৮শ’ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় হাইব্রীড ২৫ ও উফশী ২১ হাজার ৪শ’ মোট ২১ হাজার ৪শ’ ২৫ হেক্টর।
কৃষি বিভাগের সূত্র অনুযায়ী হাইব্রীড জাতের ধানের চালের আকারে ফলন প্রতি হেক্টরে ৪ দশমিক ৯৭ মেট্রিকটন হিসেবে মোট ৫১ হাজার ১শ’ ৬৬ দশমিক ১৫ মেট্রিক টন এবং উফশী জাতের জাতের ধানের চালের আকারে ফলন প্রতি হেক্টরে ৪ দশমিক ২২ মেট্রিক টন হিসেবে ৭ লাখ ৫৬ হাজার ৩শ’ ৯২ দশমিক ৮ মেট্রিক টন। সেই হিসেবে জেলায় এ বছর মোট বোরো চালের উৎপাদন হচ্ছে ৮ লাখ ৭ হাজার ৫শ’ ৫৮ দশমিক ৯৫ মেট্রিকটন।
প্রতি হেক্টরে ৩ দশমিক ৮৮ মেট্রিক টন হিসেবে মোট কৃষি বিভাগের গড়ে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭ লাখ ৩৫ হাজার ৩শ’ ৯৫ দশমিক ৮ মেট্রিকটন। অতিরিক্ত চাল উৎপাদিত হচ্ছে ৭২ হাজার ১শ’ ৬৩ দশমিক ১৫ মেট্রিকটন। এই হিসেব থেকে কৃষি বিভাগের উপ-পরিচালক সত্যব্রত সাহা বলেছেন, চলতি বোরো মৌসুমে নওগাঁ জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। এক্ষেত্রে উন্নত বীজের নিশ্চয়তা, সেচ ও সারের সহজলভ্যতা, কৃষি বিভাগের সার্বক্ষণিক তদারকি এবং পরামর্শ প্রদান বাম্পার ফলনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।