মো: নুর উদ্দিন পাটোয়ারী: সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে প্রায় ১৩৬ টি স্কুলের শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীগণ জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে মহা সড়কে উপস্থিত হয়ে বেলা সাড়ে দশটায় মানববন্ধন শুরু করেন। উক্ত মানববন্ধনটি পরিচালনা করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম (নাসির)। অধ্যক্ষ ঢাকা ক্লাসিকাল একাডেমি। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি জনাব মোঃ মোরশেদ আলম। অধ্যক্ষ শেরে বাংলা স্কুল এন্ড কলেজ। এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ গন। বক্তারা বলেন দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের উপর যে বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ করে আসছে তা পৃথিবীর ইতিহাসে এক অমানবিক বিরল ঘটনা। তাই উনারা জাতিসংঘের মাধ্যমে ইসরাইলের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান এবং বিশ্ব মানবিক নেতাদেরকে ফিলিস্তিনির পাশে দাঁড়ানোর জোড় আবেদন করেন এবং আরো বলেন ইজরাইলি সকল পণ্য বয়কট করে তাদের অর্থনৈতিক স্থবির করতে হবে। ফিলিস্তিনিদের যেকোনো সাহায্য সহযোগিতার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মানববন্ধনটি শেষ করেন এবং এ পদক্ষেপ যথাযত না নেওয়া হলে তারা যে কোন সময় মানববন্ধন সহ যেকোনো কঠিন কর্মসূচিতে প্রস্তুত থাকবেন।

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।