অগ্রসর প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নেদারল্যান্ডসকে ৩ রানে হারালো বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। ফলে ৯ রানে জয়ী হয় বাংলাদেশ।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করেছে। ফলে নেদারল্যান্ডসকে জিততে হলে করতে হবে ১৫৪ রান।
দলের পক্ষে সব চেয়ে বেশি রান করেন তামিম ইকবাল। তিনি ৫৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন। মুশফিকুর রহিম (০), মাহমুদউল্লাহ (১০), সাকিব আল হাসান (৫), সাব্বির রহমান (১৫) ও সৌম্য সরকার (১৫), নাসির হোসেন (৩), মাশরাফি (৭) রান করে আউট হন।
বুধবার নয়নাভিরাম ধর্মশালার হিচমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।