স্টাফ রিপোর্টার: লাস ভেগাস স্ট্রিপে রোববার একটি হোটেলের সামনে এক নারী ইচ্ছাকৃতভাবে তার গাড়ি দিয়ে পথচারীদের উপর্যুপরি সজোরে ধাক্কা দিলে ১ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।। এ সময় গাড়িতে ওই নারীর শিশু ছিল।
পুলিশ একথা জানিয়েছে।
উপ-পুলিশ প্রধান ব্রেটজিমারম্যান সাংবাদিকদের বলেন, ‘এটা কোন সন্ত্রাসী ঘটনা নয়। আমরা সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘তবে এটা ইচ্ছাকৃত ঘটনা বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’
যে রাতে লাস ভেগাসে জনপ্রিয় মিস ইউনির্ভাস সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সে রাতেই এই ঘটনা ঘটে।
ওই প্রতিযোগিতায় ফিলিপাইনের সুন্দরী মিস ইউনিভার্স নির্বাচিত হন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
উইসকনসিনে থেকে আসা পর্যটক ও এই ঘটনার প্রত্যক্ষদর্শী রাবিয়া কুরেইশি স্থানীয় এনবিসি স্টেশন কেএসএনভিকে বলেন, গাড়িটিকে একটি গড়ানো বলের মতো এবং মানব শরীরকে পিনের মতো লাগছিল।
তিনি আরো বলেন, ‘আপনি এই ঘটনাকে একটি শো ছাড়া আর কিছুই ভাবতে পারবেন না। কারণ আপনি ভেগাসে আছেন।’
রাবিয়া বলেন, ‘কিন্তু এরপর আমি বেশ কয়েকজন মানুষকে শুন্যে উড়তে দেখেছিলাম।’
ওই নারী পুলিশের হেফাজতে রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তিনি নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাচ্ছিলেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে অ্যালকহোলসহ তার বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা হবে।
পুলিশ জানিয়েছে, ওই হামলাকারী নারীর বয়স ২০ এর কোঠায়। তিনি ১৯৯৬ ওল্ডমোবাইল গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটির অরেগোন এর লাইসেন্স প্লেট রয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, গাড়িটিতে যে শিশুটি ছিল সে অক্ষত রয়েছে।
লাস ভেগাসের পুলিশের লেফটেন্যান্ট সাংবাদিকদের বলেন, ওই নারীর বিরুদ্ধে এখনো কোন অভিযোগ আনা হয়নি।
উপ-পুলিশ প্রধান জিমারম্যান সাংবাদিকদের বলেন, এই ঘটনায় একজন নিহত হয়েছে এবং ২৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
এর আগে পুলিশ এই ঘটনায় ৩৭ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।