অগ্রসর রিপোর্ট : সেমির দৌড়ে এগিয়ে থাকতে আজ নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ভারতের পুনেতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এবারের ওয়ানডে বিশ্বকাপে রানের বন্যা বইয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞ-নতুনদের মিশেলে নিউজিল্যান্ডও আশা জাগানিয়া। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে আছে ৬ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জয়ের পর নেদারল্যান্ডসের কাছে হারের লজ্জা পায় এবারের বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলা দক্ষিণ আফ্রিকা। ডাচদের কাছে ৩৮ রানে পরাজিত হয় প্রোটিয়ারা। হতাশাজনক হারের পরও ভেঙ্গে পড়েনি দক্ষিণ আফ্রিকা। এরপর টানা তিন ম্যাচ জিতে নেয় বাভুমা-মার্করামরা।
ইংল্যান্ড-বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পথে ভালোভাবেই টিকে থাকে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় পায় প্রোটিয়ারা।
বিশ্বকাপের গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের এবারের মিশনটা শুরু হয় দুর্দান্তভাবে। প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিল তারা। পঞ্চম ম্যাচ থেকেই পথ হারায় কিউইরা। ভারতের কাছে হারের পর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় নিউজিল্যান্ড।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৭১ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ২৫টিতে, দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪১টিতে এবং ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে জয়ের ক্ষেত্রে এগিয়ে নিউজিল্যান্ড। আটবারের মোকাবেলায় নিউজিল্যান্ডের জয় ছয়টিতে, দক্ষিণ আফ্রিকার জয় দুইটিতে। ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপে ৪ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড।