অগ্রসর রিপোর্ট: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক বা নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে দাহের ঘটনায় এলাকায় উত্তেজনা কমলেও কৌতূহলী জনতার ভিড় এখনও লক্ষ্য করা যাচ্ছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।
ঘটনায় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ থেকে ৩ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত শতাধিক ব্যক্তি আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে পুলিশের ওপরও হামলা হয় এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, যাতে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দেয়।