অগ্রসর রিপোর্ট : ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৪৯ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। টস হেরে আগে ব্যাট করতে নেমে রাইলি রুশোর অনবদ্য সেঞ্চুরি, কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরি ও শেষ চার বলে ডেভিড মিলার ঝড়ে ৩ উইকেট হারিয়ে ২২৭ রানের পাহাড় গড়ে সফরকারীরা।
প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৮ রানের। সেই লক্ষ্য ব্যাট করতে নেমে দলীয় ১ রানের মাথায় অধিনায়ক রহিত শর্মাকে হারিয়ে বসে ভারত। এরপর শতরানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে ১৭৮ রানে। ভারতে পক্ষে সর্বোচ্চ রান করেন দিনেশ কার্তিক ৪৬।
ইন্দোরে আজ টস হেরে ব্যাট করতে নেমে ৪ ওভারেই ৩০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম ওভারের প্রথম বলে টেম্বা বাভুমা ৮ বলে ৩ রান করে আউট হন। এরপর ডি কক ও রুশো মিলে ঝড় তোলেন। তাদের ৪৭ বলে গড়া ৮৯ রানের জুটিতে ১২ ওভারেই দলীয় সংগ্রহ ১২০ হয়ে যায়। এই রানে ডি কক ফেরেন রান আউট হয়ে। ৪৩ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৬৮ রান করে যান তিনি।
এরপর রুশো ও ট্রিসটান স্টুবস ৪৪ বলে ৮৭ রান তুলে দলীয় সংগ্রহকে ২০০ পার করেন। এ যাত্রায় রুশো ৪৮ বলে ৭টি চার ও ৮ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
২০৭ রানের মাথায় স্টুবস ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে আউট হওয়ার পর মাঠে আসেন ডেভিড মিলার। তিনি মাত্র ৫ বলে ৩ ছক্কায় করেন ১৯ রান। তাতে দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ বেড়ে হয় ২০৭ রান।
বল হাতে দীপক চাহার ৪ ওভারে ৪৮ রান দিয়ে ১টি ও উমেশ যাদব ৩ ওভারে ৩৪ রান দিয়ে ১টি উইকেট নেন। হার্শাল প্যাটেল ৪ ওভারে সর্বোচ্চ ৪৯ রান দেন। ৪৪ রান দেন মোহাম্মদ সিরাজ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ভারত ২-১ ব্যবধানে জিতে নিয়েছে।