অগ্রসর রিপোর্ট : সারা বছর ব্যাট হাতে নিয়ে দাপট দেখিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। এক বছরে সাতটা শতরান ও ছয়টি অর্ধশতরান করেছেন। ব্যাটিং গড় ৬০ ছুঁইছুঁই। ২০১৯ সালের ক্রিকেট ক্যালেন্ডারে একদিনের ম্যাচে মোট রানে ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিলেন ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা।
গোটা বছরে ২৭টি ওয়ানডে ইনিংসে রোহিত করেছেন ১৪৯০ রান। সর্বোচ্চ স্কোর ১৪০। স্ট্রাইক রেট ৮৯.৯২। রোহিতের পরই দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ২৫টি ইনিংসে তিনি করেছেন ১৩৭৭ রান। ব্যাটিং গড় ৫৯.৮৬। গোটা বছরে কোহলি করেছেন ৫টি শতরান এবং ৭টি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ১২৩।
রোহিত-বিরাটের পর প্রথম পাঁচে রয়েছেন যথাক্রমে শাই হোপ (২৬ ইনিংসে ১৩৪৫ রান), অ্যারন ফিঞ্চ (২৩ ইনিংসে ১১৪১ রান) এবং বাবর আজম (২০টি ইনিংসে ১০৯২ রান)।