স্টাফ রিপোর্টার: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের কাছে ৭ উইকেটে হেরে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফলে টুর্নামেন্টে রানার্স-আপ হলো বাংলাদেশের যুবারা। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১১৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৭ উইকেট ও ২১৯ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।
কোলকাতার জয়দেবপুর ইউনিভার্সিটিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। এরপর প্রাথমিক ধাক্কা সামাল দিতে পারলেও, পরবর্তীতে ১৮ ওভারের পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হয় বাংলাদেশকে। ফলে ৩৬.৫ ওভারে ১১৬ রানেই ইনিংস গুটিয়ে নেয় বাংলাদেশ। দলের পক্ষে নাজমুল হোসেন শান্ত ৪৫, জয়রাজ শেখ ২৮ ও জাকের আলী ২৪ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডাগার।
জয়ের জন্য ছোট টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই মারমুখী হয় ভারত। কিন্তু ৪২ রানের মধ্যে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে লড়াই করার ইঙ্গিত দেয় বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে রিকি বুই ও সরফরাজ খান ৭৫ রানের অনবদ্য জুটি গড়ে ভারতের শিরোপা নিশ্চিত করেন। বুই ২০ ও সরফরাজ ২৭ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের সাইদ সরকার, মেহেদি হাসান মিরাজ ও সালেহ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।