অগ্রসর রিপোর্ট : পাকিস্তানের বেলুচিস্তানের মাসতাং জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিছিলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে মিছিলের জন্য একত্রিত হন মানুষজন। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। খবর ডনের।
সেখানের জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক শাহী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এটি আত্মঘাতী বোমা হামলা ছিল বলেও জানান তিনি।
বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকযাই জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হয়েছে এবং সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
আচাকযাই বলেন, ‘শত্রুরা বিদেশি শক্তির আশীর্বাদ নিয়ে বেলুচিস্তানের ধর্মীয় সহনশীলতা ও শান্তি নষ্ট করতে চায়। এই বিস্ফোরণের ঘটনা সহ্য করার মতো নয়।’