![Neymar-in-court](https://agrasor.com/wp-content/uploads/2016/02/Neymar-in-court-300x158.jpg)
এমনই তথ্য শুক্রবার গণমাধ্যমকে জানানো হয়েছে।
এর আগে, ব্রাজিল অধিনায়ক নেইমারের বিরুদ্ধে কর ফাঁকি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছিল দেশটির সরকারি আইনজীবীরা। যেখানে তার বাবা, বার্সেলোনার বর্তমান সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউসহ সাবেক সভাপতি সান্দ্রো রোসেলেরকেও অভিযুক্ত করা হয়েছিল।
অভিযোগে বলা হয়েছিল, নেইমার সান্তোস থেকে বার্সেলোনায় দলবদল করার সময় তার পারিশ্রমিক গোপন রেখেছিল বার্সা কতৃপক্ষ। অভিযোগ রয়েছে, দলবদলের সময় পারিশ্রমিকের প্রকৃত তথ্য গোপন ও ১২.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন তারা। এ অপরাধের জন্যে ক্লাবটির বর্তমান সভাপতিকে দুই বছর তিন মাসের এবং সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বিরুদ্ধে সাত বছরের জেল চেয়েছেন আইনজীবীরা। সেই সঙ্গে বার্সেলোনাকে ২২.২ মিলিয়ন জরিমানা করার জন্যও আবেদন করা হয়েছিল।
মাতেউস কাসতেলো ব্রাঙ্কো ফিরমিনো দা সিলভা নামের ওই বিচারক বলেন, ‘ফেডারেল সুপ্রীম কোর্ট মনে করছে, কর কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া তার (নেইমার) বিরুদ্ধে কর মামলার অভিযোগ গ্রহণ করা সম্ভব না।’
তবে সরকারি আইনজীবীরা আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।