অগ্রসর রিপোর্টঃ শান্তির জন্যে খেলা’-এ স্লোগানে আগামী ১৯ আগস্ট নরওয়ের রাজধানী অসলোতে একটি টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ আয়োজন করেছে ক্রিস্টিনিয়া ক্রিকেট ক্লাব।
বাংলাদেশী একমাত্র ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল ম্যাচে অংশ নিবেন। বিশ্বসেরা একাদশের হয়ে খেলবেন তামিম। তাদের প্রতিপক্ষ পাকিস্তান স্টার্স। এরই মধ্যে বোর্ড থেকে ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন দেশসেরা ওপেনার। পাকিস্তান স্টার্সকে নেতৃত্ব দিতে পারেন মিসবাহ। বিশ্বসেরা একাদশের হয়ে খেলতে নরওয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তামিম ইকবাল। বিশ্রামের পর বৃহস্পতিবার মাঠে নামবেন তামিম।
বিশ্বসেরা একাদশ: শোয়েব আখতার, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইরফান, তামিম ইকবাল, মন্টি পানেসার, সিমন জোন্স, আব্দুর রাজ্জাক, সনৎ জয়সুরিয়া ও ইমরান নাজির।
পাকিস্তান স্টার্স একাদশ: মিসবাহ-উল-হক, সাঈদ আজমল, কামরান আকমল, নাসির জামসেদ, জুনায়েদ খান, জুলফিকার বাবর, উমর তৌফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ আসিফ ও উমর আকমল। তাদের সঙ্গে আরো ২ জন স্থানীয় খেলোয়াড় খেলবেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।