স্টাফ রিপোর্টার: আগামী বছর ভারতের অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের।
টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে নিজেদের স্বপ্ন পূরন করে বাংলাদেশের নারীরা। পাশাপাশি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়েছে আয়ারল্যান্ডের। সেমিফাইনালে আয়ারল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। ফলে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আগামী ৫ ডিসেম্বর লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
বাছাইপর্বের প্রথম সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিং-এ নেমেই মহা বিপদে পড়ে তারা। ১০ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান ওপেনার শারমিন আক্তার ও ফারজানা হক। চতুর্থ উইকেটে ৫১ রানের মহাগুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা। এজন্য তারা বল খেলেছেন ৬২টি।
দলীয় ৬১ রানে শারমিন বিদায় নিলেও, উইকেটের এক প্রান্ত আগলে রাখেন ফারজানা। ৩৪ বলে ২২ রান করেন শারমিন। শেষ ওভারের প্রথম বলে ফারজানা যখন আউট হন তখন দলের স্কোর ৫ উইকেটে ৮৬ রান। আর ফারজানার ঝুলিতে ছিলো ৪৩ বলে ৪৩ রান। এরমধ্যে ১৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৮৯ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। ছয় নম্বরে নামা রিতু মনি ৯ ও অধিনায়ক জাহানারা আলম ২ রানে অপরাজিত ছিলেন। এছাড়া শুরুতেই আউট হওয়া আয়শা রহমান ৫, শায়লা শারমিন ও রুমানা আহমেদ শুন্য রানে ফিরেন। জিম্বাবুয়ের জোসেফিন এনকোমো ২ উইকেট শিকার করেন।
জয়ের জন্য ৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দুই অংকের কোঠা পেরোনোর আগেই প্রতিপক্ষকের ১০ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন রুমানা, ফাহিমা ও শায়লা। এরমধ্যে রুমানা ৪টি, ফাহিমা ও শায়লা ২টি করে উইকেট শিকার করেন। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন পেলাগিয়া মুজাজি। এছাড়া মি. এক্সটা থেকেও এসেছে ১০ রান। ম্যাচের সেরা হয়েছেন রুমানা।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।