স্টাফ রিপোর্টার: শত্রুর ঘরে নাকি বন্ধু থাকে না, স্প্যানিশ ফুটবলে এমনটাই দেখা গেল। বার্সেলোনার ফুলব্যাক এ্যালিক্স ভাইদাল ফ্রান্স গ্রেট জিনেদিন জিদানের ভক্ত, কিন্তু এর পরও তিনি যেন ব্যর্থ হন সেই প্রার্থনাই করছেন ভাইদাল! জিদান যে বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের প্রধান কোচ! আর রিয়াল শিরোপা জিতলে বঞ্চিত হবে বার্সেলোনা, এটি তো জানাই আছে ভাইদালের।
জিদান ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রিয়ালের খেলার সময় লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। রাফায়েল বেনিতেজ ছাঁটাই হওয়ার পর ৪৩ বছর বয়সী জিদান এখন রিয়ালের প্রধান কোচ।
ভাইদাল বলেছেন, ‘আমি চাই তিনি যেন কোনো শিরোপা না জেতেন। আমি সব সময়ই তার একজন বড় ভক্ত, কিন্তু এখন তার সৌভাগ্যের জন্য আমি প্রার্থনা করতে পারি না।’