টেস্ট স্কোয়াডে কারা কারা থাকবেন সেটি এখনো একপ্রকার অনিশ্চিত। তবে দলে রয়েছে কয়েকজন অটো চয়েস তার মধ্যে রয়েছেন টেস্ট স্পেশালিষ্ট মমিনুল হক। এমনিতেই সীমিত ওভারে খেলার সুযোগ হয় না মমিনুলের। তারপর দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট খেলতে নামবেন তিনি, এই দীর্ঘ বিরতি তার উপর প্রভাব ফেলবে না মনে করছেন মিনহাজুল আবেদিন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন নিয়মিত উইকেট রক্ষক মুশফিকুর রহিম। ভবিষ্যতের কথা চিন্তা করে ভারত সিরিজে নতুন কিপার দলে নেয়া লিটন দাসকে। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেটের পেছনে দায়িত্ব করলেও আসন্ন ইংল্যান্ড টেস্টে হয়ত তাকে নাও দেখা যেতে পারে। ইনজুরির কারণে ইংল্যান্ড সিরিজ অনেকটা অনিশ্চিত লিটনের।
স্কোয়াডে তামিম-কায়েসের বিকল্প ওপেনার রাখার চিন্তা ভাবনা করছেন নির্বাচকরা। আর সেই দৌড়ে এগিয়ে আছেন সৌম্য সরকার ও জাতীয় লিগে ভালো পারফর্ম করতে থাকা শাহরিয়ার নাফীস।সেটি বিবেচনা করেই ইংল্যান্ডের বিপক্ষে প্রস্ততি ম্যাচের একাদশে রেখেছে দুই জনকেই।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।