এবছর আইপিএল শুরু হবে ৫ এপ্রিল৷কিন্তু শুরুর আগেই ধাক্কা খেল আইপিএল। আগামী শনিবার আইপিএল নাইনের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷কিন্তু সেটা পিছিয়ে গেল৷শোনা যাচ্ছে চলতি মাসের ২০ থেকে ২৫-এর মধ্যেই অনুষ্ঠিত হবে আইপিএল-এর নিলাম৷অর্থাৎ ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহতেই হবে সেটা৷
কবে নতুন করে নিলাম অনুষ্ঠিত হবে সে ঘোষণা এখনও পর্যন্ত বিসিসিআইর পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আশা করছে, চলতি ফেব্রুয়ারির শেষ দশকেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএলের ১০ম আসরের খেলোয়াড় নিলাম।
বিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) বিসিসিআই ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছে। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে ২০১৭ আইপিএল যেন সফলভাবে আয়োজন সম্পন্ন করা যায় সে বিষয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরের শুরুর দিকে বিসিসিআইর সভাপতি অনুরাগ ঠাকুর এবং সেক্রেটারি অজয় শিরকে বরখাস্ত হন। শুধু তাই নয়, আদালতের আদেশে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাকেই বিসিসিআইর