অগ্রসর রিপোর্ট : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ৮ম আসর মাঠে গড়াতে আর ১০০ দিনও বাকি নেই। আসন্ন টুর্নামেন্টকে কেন্দ্র করে চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ শুরু হচ্ছে। গতকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার আইসিসির হেডকোয়ার্টার থেকে ট্রফির বিশ্ব ভ্রমণের কথা জানানো হয়।
এরই অংশ হিসেবে ট্রফি আসছে বাংলাদেশেও। আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২ মার্চ থেকে ট্রফির বিশ্বভ্রমণ শুরু হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম মঙ্গলবার জানিয়েছেন, বিশ্বভ্রমণের অংশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ট্রফিটি ঢাকায় আসছে আগামী ১৮ মার্চ। বিশ্বের আটটি প্রতিযোগি দেশের মোট ১৯টি শহরে ভ্রমণ করবে এ ট্রফি।
বাংলাদেশে ট্রফিটি থাকবে ৩ দিন। ২০ মার্চ ঢাকা ছেড়ে এই ট্রফি প্রদর্শনের জন্য চলে যাবে ক্রিকেট খেলুড়ে অন্য কোনো দেশে।
ঢাকায় এর আগে যতবার বৈশ্বিক আসরের ট্রফি এসেছে, প্রতিবারই তা প্রদর্শিত হয়েছে রাজধানী ঢাকার ব্যস্ততম শপিং মল বসুন্ধরা সিটিতে। তবে এবার ভেন্যু বদলাচ্ছে। এবার ১৮-২০ মার্চ ট্রফিটি প্রদর্শিত হবে ঢাকার আরেক শপিং মল যমুনা ফিউচার পার্কে।