স্টাফ রিপোর্টার: সুদানের নিরাপত্তা কর্মীরা বুধবার রাতে বিরোধী তিন নেতাকে গ্রেফতার করেছে।
ন্যাশনাল কনসেসাস ফোর্সেস এক বিবৃতিতে জানায়, ‘আজ সন্ধ্যায় নিরাপত্তা কর্র্মকর্তারা রাজনৈতিক কমিটির প্রধান সিদ্দিগ ইউসিফ, আইনী কমিটির প্রধান ইয়াহ্ইয়া হুসেইন ও আল আজহারি আলিকে গ্রেফতার করেছে।’
বিরোধী পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা কর্মীরা বাড়ি থেকে তাদের গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে প্রেসিডেন্ট ওমর আল-বশির জাতীয় সংলাপে বসার জন্য বিরোধী রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অক্টোবর মাসে জাতীয় সংলাপ শুরু করেন।
সুদানের সীমান্ত এলাকায় সংঘাত বন্ধ এবং অর্থনীতিকে সচল করার লক্ষে এই সংলাপের আয়োজন করা হয়।
মূল ধারার অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল এবং দারফুর অঞ্চল, দক্ষিণ কারদোফান ও ব্লু নীল স্টেটে বশিরের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী দল এই সংলাপে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
তারা সুদানের বাইরে বসে প্রথমে আলোচনার শর্তাবলী ঠিক করার কথা বলেন।
বুধবার কোন ফলাফল ছাড়াই সরকার ও বিরোধী পক্ষগুলোর মধ্যকার সর্বশেষ বৈঠকটি শেষ হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে দারফুরে আবর নিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে জাতিগত বিদ্রোহ শুরু হয়।
জাতিসংঘের মতে, ২০০৩ সালে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত উভয়পক্ষের মধ্যের ভয়াবহ এই সংঘর্ষে ৩ লাখ লোক প্রাণ হারিয়েছে এবং আরো ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সুদান সরকার জানিয়েছে, এই সংঘর্ষে দারফুরে ১০ হাজার লোক প্রাণ হারিয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।