স্টাফ রিপোর্টার: চীনের সানিয়াতে শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ‘মিস ওয়ার্ল্ড ২০১৫ প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্ব। এতে বিশ্বসুন্দরীর মুকুট জয় করেছেন মিস স্পেন মিরেইয়া লালাগুনা রোয়ো। বার্সেলোনায় বসবাস করেন ২৩ বছর বয়সী মিরেইয়া। পেশায় তিনি মডেল।
প্রথম রানারআপ হয়েছেন মিস রাশিয়া সুফিয়া নিকিটচুক ও দ্বিতীয় রানারআপ মিস ইন্দোনেশিয়া মারিয়া হারফান্টি। সুন্দরীর খেতাব জয়ের পর মিরেইয়া বলেন, ‘আমি সব সময় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। আমার আত্মবিশ্বাসই এই মুকুট জয়ে সাহায্য করেছে।’
তিনি আরো বলেন, ‘আমার বাইরের দিকটা সুন্দর বলে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে, আমার ভেতরটা সুন্দর নয়। বাইরের মতোই আমার ভেতরটাও সুন্দর।’