অগ্রসর রিপোর্ট: বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার রেমো ডিসুজা। তাকে ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’সহ একাধিক শোতে বিচারক হিসেবেও দেখা গেছে। সিনেমা পরিচালনাও করেছেন। তার বিরুদ্ধেই কিনা উঠল ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!
২৬ বছর বয়সি এক নৃত্যশিল্পী সম্প্রতি রেমো এবং তার স্ত্রী লিজেল ডিসুজার নামে ১১ কোটি ৯৬ লাখ টাকা বা প্রায় ১২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ করেন। তাদের নাচের দলকে নাকি ঠকিয়েছেন রেমো এবং তার স্ত্রী।
আইপিসির প্রতারণার ধারায় অভিযোগ করা হয়েছে তারকা দম্পতির বিরুদ্ধে। ৪৬৫ এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। মহারাষ্ট্রের থানে জেলার একটি থানায় এই কেস দায়ের করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।
এফআইআরে জানানো হয়েছে, ২০১৮ থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত লাগাতার এই নাচের দলকে ঠকানো হয়েছে। এমনকি তারা একটি রিয়েলিটি শো জিতলেও সেই দলকে নিজের দল হিসেবে পরিচয় দিয়ে পুরস্কারের টাকাও নিজেরা আত্মসাৎ করেছেন রেমো এবং স্ত্রী।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রেমো বা তার স্ত্রী। তাদের দাবি, সবটাই নাকি গুজব। তাদের তরফ থেকে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে এই দাবি জানানো হয়েছে।
পোস্টে রেমো দম্পতি লিখেছেন, ‘মিডিয়ার কিছু রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের নামে নাকি কিছু অভিযোগ দায়ের করা হয়েছে একটি নাচের দলের তরফ থেকে। আমরা অত্যন্ত মর্মাহত যে এমন খবর প্রকাশিত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব কোনো রকম গুজব ছড়ানো থেকে বিরত থাকতে।’
আরও লেখেন, ‘সত্যটা জানুন। আমরা আমাদের বক্তব্য সঠিক সময়ে তুলে ধরব এবং অথরিটিকে সম্পূর্ণ ভাবে সহযোগিতা করব আমাদের সাধ্যমতো। আমরা আমাদের পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদে জানাতে চাই, সবসময় আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য।’