স্টাফ রিপোর্টার: ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩দিন ব্যাপী ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৫। এই প্রতিযোগিতা শেষ হবে ১৫ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
বিজয় দিবস ভলিবল উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম-সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি বাবুল, ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), মেহরাব হোসেন আসিফসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবারের আসরে জাতীয় ভলিবল দলের খেলোয়াড়রা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর মেয়েদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ পুলিশ মহিলা ভলিবল দল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ পাটকল কর্পোরেশন।
ইকবাল বিন আনোয়ার বলেছেন, ‘আমরা ভলিবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এ রকম টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ভলিবলের জন্য আরো ভালো ভালো খেলোয়াড় তুলে আনতে চাই। ভলিবলের সেই গৌরবের দিন ফিরে আসুক।’