অগ্রসর ক্রীড়া ডেস্ক : উইকেটে যখন জুটি বেঁধেছিলেন দুজন, দলের ইনিংস তখন ধ্বংসস্তুপ। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জুটি গড়লেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। এই জুটি দুজনকে নিয়ে গেছে শিখরে। বাংলাদেশের রেকর্ড জুটি। দুইশ রানের প্রথম জুটি!
কার্ডিফে নিউ জিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই কীর্তি গড়েছেন দুজন। ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন, এরপর টেনে নিয়েছেন দলকে। জুটির ১০০ এসেছে ১০৭ বলে। জুটির দুশ পূর্ণ হয়েছে ২০৪ বলে।
বাংলাদেশের আগের সবচেয়ে বড় জুটি ছিল তৃতীয় উইকেটে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ১৭৮ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
তামিম ও মুশফিক ভেঙেছিলেন হাবিবুল বাশার ও রাজিন সালেহ জুটির রেকর্ড। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ফতুল্লায় ১৭৫ রানের জুটি গড়েছিলেন দুজন।