বিষয়টি সম্পর্কে নির্মাতা কল্লোল বলেন, ‘এই প্রথম বাংলাদেশি কোন সিনেমার পোস্টার হাতে আঁকা হয়েছে। পোস্টারটি এঁকেছে অসীম চন্দ্র রায়। অসীম রবীন্দ্র ভারতী থেকে পড়াশুনা করে এসেছে, ভাল কাজ দেখিয়েছে।’
পোস্টার নিয়ে ভারতীয় অভিনেত্রী ও সত্তার নায়িকা পাওলি দাম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাওলি বলেন, ‘অসীম সত্তার পোস্টারটি এঁকেছে। হৃদয় ছুয়ে গেছে। পেইন্টিং দিয়ে সত্তাকে একেবারে জীবন্ত করে তোলা হয়েছে।’
প্রযোজনা সূত্র জানায়, আসছে পহেলা বৈশাখকে উপলক্ষ করেই সিনেমাটি এপ্রিলে মুক্তি দেয়া হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সত্তা।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিংখান খ্যাত শাকিব ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।
আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণ করছেন টিডব্লিউ সৈনিক। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।