যদিও এর আগে কোন আইটেম গানে দেখা যায়নি পুনমকে। তাই সেক্ষেত্রে তার সমস্যাও হচ্ছে কিছুটা। সিনেমার পরিচালক দীপঙ্কর সেনগুপ্ত। প্রযোজক গোবিন্দা নিজেই। ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন গোবিন্দা।
এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করবেন রিচা শর্মা, আশুতোষ রানা, মুরলী শর্মা প্রমুখরা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে সিনেমাটি।