এছাড়া অন্য ক্যাটাগরিতে যারা সেরা হয়েছেন তারা হলেন সেরা পার্শ্ব-অভিনেতা ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সানস), সেরা পার্শ্ব-অভিনেত্রী শাবানা আজমি (নীরজা), সেরা নবাগত অভিনেতা দিলজিৎ দোশাঞ্জ (উড়তা পাঞ্জাব), সেরা নবাগত অভিনেত্রী রিতিকা সিং (সালা খারুস), সেরা সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা গায়ক অরিজিৎ সিং (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা গায়িকা নেহা ভাসিন (জাগ ঘুমেয়া, সুলতান), সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা নবাগত পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি (নীল বাট্টে সান্নাতা), সেরা গল্পকার শাকুন বাত্রা ও আয়েশা দেবিত্রে (কাপুর অ্যান্ড সানস), সেরা চিত্রনাট্যকার শাকুন বাত্রা ও আয়েশা দেবিত্রে (কাপুর অ্যান্ড সানস), সেরা সংলাপ রচয়িতা : রিতেশ শাহ (পিঙ্ক), সেরা আবহসঙ্গীত : সামীর উদ্দিন (কাপুর অ্যান্ড সানস), সেরা অ্যাকশন শ্যাম কৌশল (দঙ্গল), সেরা সম্পাদনা : মনীষা আর বালদাওয়া (নীরজা), সেরা চিত্রগ্রাহক মিতেশ মিরচান্দানি (নীরজা), সেরা নৃত্য পরিচালক আদিল শেখ (কার গ্যায়ি চুল, কাপুর অ্যান্ড সানস), সেরা পোশাক পরিকল্পনা পায়েল সালুজা (উড়তা পাঞ্জাব), সেরা শব্দ সজ্জা বিবেক সচিদানন্দ (ফোবিয়া), সেরা শিল্প নির্দেশনা অপর্ণা সুদ ও আন্না ইপে (নীরজা), সেরা ভিএফএক্স রেড চিলিস ভিএফএক্স (ফ্যান), আরডি বর্মণ অ্যাওয়ার্ড অমিত মিশ্র (বুলেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল)।
এছাড়া ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার পেয়েছে সেরা ছবি নীরজা, সেরা অভিনেতা মনোজ বাজপেই (আলিগড়) ও শহিদ কাপুর (উড়তা পাঞ্জাব), সেরা অভিনেত্রী সোনম কাপুর (নীরজা), সেরা অভিনেতা (স্বল্পদৈর্ঘ্য ছবি) মনোজ বাজপাই (তাণ্ডব), সেরা অভিনেত্রী (স্বল্পদৈর্ঘ্য ছবি) তিসকা চোপড়া (চাটনি), সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি (দর্শক পছন্দ) খামাখা, সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি (ফিকশন) চাটনি ও সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি (নন-ফিকশন) মাতিতালি কুস্তি।