তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচের অর্থায়ন নিয়েও দুর্নীতির বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা টাকার বিনিময়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য জামায়াত ও বিএনপির পক্ষে ভাড়া খেটেছে। যে কোনো সংগঠনই টাকার বিনিময়ে তাদের ভাড়া খাটাতে পারবে। সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, যখন ২০০১-২০০৬ সাল পর্যন্ত ২১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল তখন এই হিউম্যান রাইটস ওয়াচ কোনো বিবৃতি দেয়নি। এতেই প্রমাণ হয় তারা নির্দিষ্ট কিছু সংগঠন ও দলের জন্য কাজ করে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি আজ ভাড়াটে একটি সংগঠনের বিবৃতি নিয়ে রাজনীতি করছে। এতেই প্রমাণ হয় রাজনৈতিকভাবে দলটি কতটা দেউলিয়া হয়ে গেছে। বিএনপি এখন এনজিওর বিবৃতি নির্ভর দলে পরিণত হয়েছে। তারা হিউম্যান রাইটস ওয়াচের মতো ভাড়াটে সংগঠনের কাছ থেকে রিপোর্ট কিনে এখন রাজনীতি করছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বডুয়া, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।