বহিরাগতদের অস্ত্রাগার দেখানো এবং ফেসবুকে তা সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়ায় খুলনার রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) শাহেদ ফেরদৌস রানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।
গত ৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা শাহেদ ফেরদৌস ২০০৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি চাঁদপুরের বাসিন্দা।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ সালের ২৯ আগস্ট ঢাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বহিরাগত তিন ব্যক্তিকে অস্ত্রাগার দেখান। এ ছাড়া সেখান থেকে অস্ত্রের বর্ণনা দিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচারের সুযোগ করে দেন। এ কাজে তাঁকে সহায়তা করেন পরিদর্শক গোলাম মোস্তফা ও সৈয়দ আনিসুর রহমান, এসআই নুর-এ-সরোয়ার রিপন ও আবু সাঈদ মো. ওবাইদুর রহমান ও মানিক খান।
অভিযোগ, লিখিত জবাব, শুনানিকালে উভয়পক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন ও প্রাসঙ্গিক দলিলপত্রাদি পর্যালোচনায় শাহেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।