মো. আব্দুর রহমান- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫০তম ব্যাচের ইন্টার্নশিপ (১৩তম) অনুষ্ঠানের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় অনুষদের মাইক্রোবায়োলজি এ্যান্ড হাইজিন বিভাগের গ্যালারী কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রেনেটা এনিম্যেল হেল্থ ডিভিশনের প্রধান জনাব মো. সিরাজুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়।
আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. বাহানুর রহমান, সদস্য সচিব প্রফেসর ড. মো. রফিকুল আলম, অনুষদের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রসমিতির নেতৃবৃন্দসহ ৫০তম ব্যাচের ইন্টার্নশিপ শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, আমি আশা প্রকাশ করি ভেটেরিনারি গ্র্যাজুয়েটরা তাদের ইন্টার্নশীপের মাধমে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে।