
মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের মধ্যে বিশেষ করে জেলা প্রশাসকদের সপরিবারে কর্মস্থলে থাকার ওপর জোর দিয়ে পৃথক চারটি আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় আবাসন ব্যবস্থাও নিশ্চিত করতে বলেছে সরকার।মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান নিশ্চিতের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন সময়ে নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের স্বার্থে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা, বিশেষত জেলা প্রশাসকদের (ডিসি) সপরিবারে কর্মস্থলে অবস্থানের আবশ্যকতা রয়েছে।
ডিসিদের পদ থেকে ঢাকায় পুনঃবদলি হয়ে আসা কর্মকর্তার অনুকূলে সরকারি বাসা বরাদ্দের বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে বলেও উল্লেখ করা হয় আদেশে।