স্টাফ রিপোর্টার: বলিউড তারকা রণবীর-ক্যাটরিনার সম্পর্ক ভাঙার পেছনে নাকি সালমান খানের ভূমিকা রয়েছে। আলি আব্বাস জাফরের জন্মদিনের পার্টিতে ক্যাট তার প্রাক্তন প্রেমিক সালমান খানের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এমন খবরে যথেষ্ট বিব্রত নায়িকা অবশেষে মুখ খুললেন।
নিজের মুখপাত্রকে দিয়ে ক্যাট গণমাধ্যমকে জানিয়েছেন, আলি আব্বাস ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু। তার জন্মদিনে প্রত্যেকবারের মতোই হাজির ছিলেন। সেখানে সালমানও ছিলেন। কিন্তু তাদের মধ্যে কোনো গোপন মিটিং হয়নি। ব্যক্তিগত বিষয় নিয়ে এ ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন ক্যাট।
বলিউডে ক্যারিয়ার শুরু দিকে সালমানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ক্যাট। সালমানের সঙ্গে বিচ্ছেদের পরও ক্যাটরিনা বারবার বলেছেন, দু’জনের সম্পর্ক তিক্ত তো হয়ইনি, বরং সুন্দর বন্ধুত্ব রয়েছে।