অগ্রসর রিপোর্ট: রোগী ও শিশুদের জন্য খাদ্য সমাগ্রীসহ বিভিন্ন পণ্য কেনাকাটায় ঠিকাদারকে অতিরিক্ত বিল দেওয়ার মাধ্যমে পৌনে এক কোটি টাকা অনিয়মের অভিযোগে পাবনা মানসিক হাসাপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসহ তিনজনের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ১৩ থেকে ১৪ জুন পর্যন্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনায় সংস্থাটির সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে তাদের বিরুদ্ধে এসব মামলা করেন।
পাবনা মানসিক হানপাতালের সাবেক ওই পরিচালক ছাড়াও মামলা অন্য আসামিরা হলেন পাবনা জেলার সাবেক জেলা মার্কেটিং অফিসার মো. হুমায়ুন কবির (দিনাজপুরের বর্তমানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা) ও ঠিকাদার এ.এইচ.এম রেজাউন।
মামলার এজাহার থেকে জানা যায়, অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে ক্ষমতার অপব্যবহার করে ২০১৭-১৮ অর্থ বছরে ’ক’ গ্রুপের পণ্য সামগ্রী কেনাকাটায় প্রকৃত বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত ২০ লাখ ৬৬ হাজার ৮৯ টাকা, ‘খ’ গ্রুপের পন্যে ১৫ লাখ ১৪ হাজার ৬০৭ টাকা, ‘গ’ গ্রুপের আট লাখ ৭৪ হাজার ৭৪৫ টাকা অতিরিক্ত বিল করে আত্মসাৎ করেন।
একইভাবে ২০১৮-১৯ র্অবছরে ‘ক’ গ্রুপের পথ্য সামগ্রীর মূল্য প্রকৃত বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত ২১ লাখ ৫২ হাজার ৯২৮ টাকা, খ গ্রুপের পণ্য কেনাকাটায় অতিরিক্ত ঠিকাদারকে অতিরিক্ত ১৪ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা ও সাত লাখ তিন হাজার ৩৯ টাকাসহ সর্বমোট ৬৭ লাখ ৪০ হাজার ৬৮০ টাকা অতিরিক্ত দিয়ে আত্মসাৎ করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক, জেলা মার্কেটিং অফিসার ও ঠিকাদারের যোগসাজশে পণ্যের অতিরিক্ত মূল্য দেখিয়ে কার্যাদেশ দেন এবং সেই সঙ্গে অতিরিক্ত বিল তুলে তা আত্মসাৎ করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেন।