অগ্রসর রিপোর্ট :পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। প্রথম দিনে গাজীপুরের চারটি পোশাক কারখানার ১২ হাজার ৭৩০ জন শ্রমিককে টিকা দেওয়া হয়েছে।
রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় টিকা দেওয়া শুরু হয়। টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন মো খায়রুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, বিজিএমইএর সভাপতি ফারুক হোসেন।
স্পেরো অ্যাপারেলস কারখানার পরিচালক কাজী শরিফুল ইসলাম রেজা বলেন, তাদের প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিককে স্বাস্থ্যবিধি মেনে টিকা দেওয়া হয়েছে।
গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, আগামীকাল (সোমবার) একই পদ্ধতিতে গাজীপুর সিটি কপোরেশনের দুটি ও সিটি করপোরেশনের বাইরের দুটি কারখানায় টিকা দেওয়া হবে।