অগ্রসর রিপোর্ট : ইয়েমেনের একটি হাসপাতালের কাছে বিমান হামলায় পাঁচ শিশুসহ আটজন নিহত হওয়ার ঘটনাটি স্বচ্ছভাবে তদন্ত করতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সৌদি নেতৃত্বাধীন বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
চ্যারিটি সেভ দি চিলড্রেন ইয়েমেনের সাডা প্রদেশে তাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত এ হাসপাতালে মৃতের সংখ্যা উল্লেখ করে বলেছে, মঙ্গলবার সকালে হাসপাতালটির প্রবেশপথের কাছের একটি গ্যাস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তারা প্রাণ হারায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রর্বাট পালাদিনো এ ঘটনাকে ‘মর্মান্তিক’ ও ‘বেদনাদায়ক’ হিসেবে অভিহিত করেন।
পালাদিনো সাংবাদিকদের বলেন, ‘বেসামরিক হতাহত এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতির ঝুঁকি বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে আমরা অব্যাহতভাবে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ঘটনাটি তদন্তের ব্যাপারে তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট এটি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি বলেন, ‘অভিযোগ ওঠা ঘটনাগুলোর ব্যাপারে জয়েন্ট ইনসিডেন্ট অ্যাসেসমেন্ট টিমের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি স্বচ্ছ তদন্তের এবং এর মধ্যদিয়ে বেরিয়ে আসা সুপারিশের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে।’