ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ১৭ মে দেশরত্ন জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৩৬ বছর পূর্তি উপলক্ষে বুধবার বিকালে স্থানীয় বাসষ্ট্যান্ড চত্বরে বিকাল ৪টায় ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও শ্রমিক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ইকবাল আহমেদ রবি, জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন, ঝিকরগাছা ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান মোঃ আমির হোমেন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ, নাভারন ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান শাহাজান আলী, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আঃ সাত্তার মাষ্টার, নির্বাসখোলা ইউনিয়নের সভাপতি আঃ খালেক, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নজরুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, গদখালী ইউনিয়নের সভাপতি শাহাজাহান মোড়ল, মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান, বাঁকড়া ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাষ্টার হেলাল উদ্দীন, যশোর জেলা ছাত্রলীগেরসহ সম্পাদক একরামুল হক খোকন, ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলন, শ্রমিকলীগের সভাপতি আব্দুল হাই, সেচ্ছাসেবকলীগ’র সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সাধারণ সম্পাদক মনিরুল আলম মিশর, যুবলীগ সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান ওবা, যুবলীগ নেতা ইলিয়াস মাহমুদ, তাজ উদ্দীন, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও পৌর কাউন্সিলর নাসিমা বেগমসহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক শাহীন উল কবীর। এছাড়াও দুপুর ১২টার সময় ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান বদরউদ্দীন বিল্টু। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দার রহমান, সহ সভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক হাজী আদম আলী, মেম্বর শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, নেতা সাহারুল আসলাম তপু, উপজেলা কৃষকলীগ নেতা তছমির আলী, শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।