অগ্রসর রিপোর্ট : আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস প্রেসিডেন্টের কার্যালয় কাসা রোসাডায় তিনদিন রাখা হবে ফুটবল কিংবদন্তী ম্যারাডোনার মরদেহ। সেখানেই দেশটির ফুটবলপ্রেমীরা শ্রদ্ধা জানাতে পারবেন প্রিয় এই ফুটবলারকে। প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র মারিও হাক এই তথ্য নিশ্চিত করেছেন।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস প্রেসিডেন্টের কার্যালয় কাসা রোসাডায় তিনদিন রাখা হবে ফুটবল কিংবদন্তী ম্যারাডোনার মরদেহ। সেখানেই দেশটির ফুটবলপ্রেমীরা শ্রদ্ধা জানাতে পারবেন প্রিয় এই ফুটবলারকে। প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র মারিও হাক এই তথ্য নিশ্চিত করেছেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম বুয়েনস আইরেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কাসা রোসাদায় ম্যারাডোনার মরদেহ রাখার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে ব্যবহার না করা ভবনের বিভিন্ন জিনিসপত্র বের করে নিয়ে আসা হয়।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ম্যারাডোনার মরদেহ বুয়েনস আইরেসের তিগ্রেতে তার বাসভবন থেকে ময়নাতদন্তের জন্য সান ফার্নান্দোর একটি মর্গে নিয়ে যাওয়া হয়।
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মৃত্যু হয় ম্যারাডোনার। আর্জেন্টিনার তিগ্রেতে নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬০ বছর।
এর কিছুদিন আগে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর্জেন্টাইন কিংবদন্তি গিয়েছিলেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। এর পর বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। সেখানেই গতকাল মারা যান তিনি।
ম্যারাডোনা সর্বকালের সেরা ফুটবলারদের একজন।তারই নেতৃতে্ব ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এছাড়া তার ব্যক্তিগত নৈপুণ্যও ছিল নজরকাড়া। আর্জেন্টিনা জাতীয় দল ছাড়াও তিনি বার্সেলোনা ও নাপোলিতে খেলেছেন। জিতেছেন দুটি সিরি আ শিরোপা।
পেশাদার ক্যারিয়ারে ম্যারাডোনা আর্জেন্টিনা জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন।