অগ্রসর রিপোর্ট : সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর চলমান যুদ্ধে আরএসএফ পরিচালিত সাম্প্রতিক হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। পোর্ট সুদানে ছয়দিন ধরে ড্রোন হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর শুক্রবার দারফুরের আবু শৌক ক্যাম্পে বিমান হামলায় একই পরিবারের ১৪ জন নিহত হন।
জাতিসংঘ জানিয়েছে, ইতোমধ্যেই দারফুরের এল-ফাশার এলাকায় দুর্ভিক্ষ চলছে, যেখানে যুদ্ধবিধ্বস্ত ও বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। একইদিনে দক্ষিণাঞ্চলীয় শহর আল-ওবাইদের একটি কারাগারে ড্রোন হামলায় আরও ১৯ জন নিহত এবং ৪৫ জন আহত হন।
২০২৩ সালের এপ্রিল থেকে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এই সংঘাত সুদানকে কার্যত বিভক্ত করেছে। উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, আর দারফুরসহ পশ্চিম ও দক্ষিণের কিছু অংশ আরএসএফ দখলে রয়েছে।