অগ্রসর রিপোর্ট : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা প্রতিষেধকের ৪ কোটি ডোজ বানিয়ে ফেলেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। খুব শিগগিরই তারা নোভাভাক্সের টিকার রাইভাল শট তৈরিও শুরু করবে বলে জানিয়েছে সেরাম। তবে এ দুটির জন্য এখন শুধু ভারতের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অক্সফোর্ডের ভ্যাকসিনটির তৃতীয় তথা শেষ পর্যায়ের ট্রায়ালের জন্য ১৬০০ জন স্বেচ্ছাসেবকের নাম নথিভূক্ত করা হয়েছে।
বিশ্বে মহামারী ছড়িয়ে পড়ার পর সবচেয়ে আগে ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের সঙ্গে হাত মিলিয়েছে ব্রিটিশ-সুইডিশ ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। উভয়ের যৌথ প্রচেষ্টায় প্রাথমিকভাবে প্রতিষেধক তৈরির পরই তা ভারতে তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুণের সেরাম ইনস্টিটিউট। এই মুহুর্তে সেরামই বিশ্বের সবচেয়ে বড় করোনা প্রতিষেধকের উৎপাদক সংস্থা।
অক্সফোর্ডের ভ্যাকসিনটির প্রথম, দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের পর তৃতীয় তথা শেষ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের দোরগোড়ায়। এই অবস্থায় সেরাম জানিয়েছে, ইতোমধ্যেই ওই টিকার ৪ কোটি ডোজ তৈরি করে ফেলেছে তারা। শিগগিরই এর প্রতিদ্বন্দ্বী নোভাভাক্সের টিকা তৈরির কাজও শুরু হবে বলে জানা গেছে। তবে সেরামের তৈরি এই ৪ কোটি ডোজ কি শুধুই ভারতের জন্য নাকি অন্যদেরও দেওয়া হবে, সে বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নোভাভাক্স টিকার জন্য মার্কিন কোম্পানির থেকে সেরাম প্রচুর পরিমাণ টিকা আনিয়েছে এবং শিগগিরই তার রাইভাল শট তৈরি হবে। ব্রিটেনে বিরাট গবেষণার মধ্যে দিয়ে চলছে নোভাভাক্স টিকা পরীক্ষার কাজ। গত মাসে তার মার্কিন ট্রায়াল স্থগিত রাখা হয়েছিল।