অগ্রসর রিপোর্ট : করিম বেনজেমার জোড়া গোলে স্প্যানিশ লিগে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় এ জয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। তবে এককভাবে নয়। ২৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে শীর্ষে রয়েছে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। গোল পার্থক্যে যথাক্রমে সোসিয়েদাদা সবার উপরে। তারপর অ্যাতলেতিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে রিয়াল। অন্য দুই দলের তুলনায় অ্যাতলেতিকো মাদ্রিদ দুই ম্যাচ কম খেলেছে।
মঙ্গলবার সফরকারীরা ম্যাচের বেশির ভাগ সময় ১০ জন নিয়ে খেলেছে। একের পর এক ফাউলের কারণে মাত্র ১৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন রাউল গার্সিয়া। একজন বেশি খেলোয়াড় থাকায় ধীরে ধীরে রিয়াল মাদ্রিদ খেলায় আধিপত্য বিস্তার করতে শুরু করে। তবে ছেড়ে দেবার পাত্র ছিল না বিলবাও। একজন কম নিয়েও তারা সমানতালে খেলার চেষ্টা করে। শেষ পযর্ন্ত লড়াইটা তারা চালিয়ে যেতে পারেনি। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে সফরকারীরা। বিরতির আগে টনি ক্রুস গোল করে দলকে এগিয়ে নেন।
বিলবাও সমতা ফেরাতে বেশি সময় নেয়নি। বিরতির পরপরই সমতা ফেরান আন্দের কাপা। এরপরই দেখা যায় করিম বেনজেমার ঝলক। ৭৪ মিনিটে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন। বিলবাও গোলরক্ষক উনাই সিমন কোনো সুযোগই পাননি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে আবার সতীর্থদের আনন্দে ভাসিয়ে দেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। তবে বেনজেমার দ্বিতীয় গোলের আগে রিয়াল গোলরক্ষককে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল।
ম্যাচ শেষে বেনজেমার প্রশংসা পঞ্চমুখ হয়েছেন স্বদেশি কোচ জিনেদিন জিদান। বলেন, ‘বেনজেমা এখন আগের থেকে আরও বেশি পরিপূর্ণ খেলোয়াড়। সে সবসময় এটা প্রমাণ করে এসেছে। গোলই তার চিন্তা ভাবনা। আজ সে খুব বেশি ভালো খেলতে পারেনি তবে দুটো গোল করেছে। আমার কাছে সেই সেরা খেলোয়াড়। এটাই পরিস্কার কথা।’
গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করতে পেরে খুশি বেনজেমা। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমরা এখন সঠিক পথে আছি। আমরা একটা দল হিসেবেই নিজেদের রক্ষণভাগ সামলেছি এবং আক্রমণ করেছি। যখন আমরা এভাবে খেলতে পারি তখন সবকিছুই আমাদের পক্ষে আসে।’
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।