রওনক আফরোজ
নিশ্চুপ রাত্রির বুকে শুয়ে থাকে একলা আকাশ;
উপত্যকার সবুজ ঘাসে আঁধারের ছায়া নামে,
পাতার শয্যায় মাথা রেখে নক্ষত্রের ওম নেয় বিলোল হরিণ।
পরিযায়ী পাখির ফেলে যাওয়া উড়ন্তপালকের মতো বাতাসের মৃদুস্বর কাঁপন তুলে তুলে মিশে যায়,
শিশিরকণার সাথে স্বপ্নরা হাঁটে খুব সাবধানে।
রাত পূর্ণযৌবনা হলে
নৈঃশব্দের আওয়াজ আরও গভীর হয়।
সেই কবে বলেছিল সে;
আবার দেখা হবে উত্তরায়ণ পূর্ণিমায়।
শতাব্দী পেরিয়ে যায় পৃথিবী নতুন হয়,
ছাইরঙা কাচের দালান গ্রাসে, ছিল যতো সবুজ ঘাস; চারিদিকে শ্রুতিকটু নৈঃশব্দের আওয়াজ।
শুধু আকাশ অনড় থাকে, শুধু রাতজাগে প্রত্যন্তে কোন বিস্মরিত প্রাচীনপ্রেমী, প্রতি পূর্ণিমায় প্রতীক্ষায় থাকে পিঠ দিয়ে সময়ের দিকে।