অগ্রসর রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়েছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী ডলি জহুর। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। ডলি জহুর বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
যদিও শুক্রবার বিকালে জানা যায়, প্রবীণ এই অভিনেত্রীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ। তবে এদিন সন্ধ্যায় দেওয়া পোস্টে রওনক হাসান লেখেন, করোনা পজিটিভ হয়ে ডলি জহুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ঠান্ডাজনিত সমস্যা ছিল। হঠাৎ কাশি বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রওনক হাসান আরও লেখেন, ডলি জহুরের শ্বাসকষ্ট আছে, তবে অক্সিজেন লাগছে না। অভিনেত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে বলে জানান রওনক হাসান। তিনি বলেন, ‘অযথা কেউ হাসপাতালে ভিড় করবেন না। সবাই ডলি মার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, বিনোদন জগতে অনেকে ডলি জহুরকে ‘মা’ বলে ডাকেন। কারণ, তিনি অসংখ্য ছবিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তবে গত কয়েক বছর অভিনয়ে একেবারেই অনিয়মিত। প্রায় আট বছর ধরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় যাওয়া–আসার মধ্যে আছেন।
তারই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসেন ডলি জহুর। এরপর গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে ভোটও দেন। খুব শিগগির ফের তার অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা। কিন্তু তার আগেই হলেন করোনায় আক্রান্ত।