গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে জয়দেবপুর থানায় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম অগ্রসর কে জানান, মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় কারখানার বয়লার অপারেটর আব্দুস সালাম, এরশাদ হোসেন, মনসুরুল হকসহ আরও অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের ওই পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরও ৫০ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।