অগ্রসর রিপাের্ট : গাজীপুর পুলিশ লাইনে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নিতে আজ রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ডা. সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিকেলের রেসপিরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুজন চিকিৎসককেও রাখা হয়েছে।
আবুল কালাম বলেন, গতকাল (শনিবার) রনির কোভিড টেস্টে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে। এরপর তাকে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার ব্লাড টেস্টে প্লাটিলেটও কম দেখা গেছে। সেই রিপোর্টগুলো আজকে বোর্ডের সভায় পর্যবেক্ষণ করা হবে। এ রকম দুর্ঘটনায় দগ্ধদের মাল্টি অরগানে সমস্যা হয়। কাজেই কমপক্ষে সাত দিনের আগে তার অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না।
তিনি বলেন, গত দুদিনের মতো আজকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকেসহ পুলিশ সদস্য জিল্লুর রহমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলের পাশে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মিরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন।