অগ্রসর প্রতিবেদক : আমন্ত্রিত সকল অভিনেত্রীকে হাইহিল পড়ে কনের রেড কার্পেটে হাঁটতে হবে। কান ফেস্টিভ্যালের ফ্যাশনে এটা বাধ্যতামূলক। আর বহু বছরের এই পুরনো নিয়মকে ভাঙলেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস।
শুধু ভাঙলেনই না, একেবারে নগ্ন পায়ে হাজির হয়ে রীতিমতো বিপ্লব ঘটালেন। ২০১৫ সালে কান উৎসবে স্যান্ডাল পড়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন বেশ কয়েকজন অভিনেত্রী ও মডেল। নিয়মঅনুযায়ী, তাদের রেড কার্পেটে হাঁটতে দেওয়া হয়নি। এবার জুলিয়া যেটা করলেন, সেটা যেন চমককেও হার মানিয়েছে।
জুডি ফোস্টারের ‘মানি মনস্টারে’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হলিউডস্টার জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি। কান ফেস্টিভ্যালে মানি মনস্টারের জন্য রেড কার্পেটে আমন্ত্রিত ছিলেন তারাও। কালো আরমানি প্রাইভ গাউন, গলায় দামি হিরের নেকলেসের চমক-সবকিছুই ছিলো ঠিক। তবে পার্থক্য একটাই, জুলিয়ার পায়ে ছিলো না কোনও হিল জুতো।
রবার্টসের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন অনেক অভিনেত্রী ও মডেল। জুলিয়া রবার্টসের সঙ্গে একমত ক্রিস্টেন স্টিওয়ার্