ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া (পূর্বাঞ্চল) ও নন্দন যৌথভাবে এই উৎসবের আয়োজন করছে। ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছে ১০ ছবির উৎসব। প্রথমদিন সন্ধ্যায় দেখানো হয় আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’ ও মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’। ছবি সংশ্লিষ্টরা এরই মধ্যে পৌঁছেন কলকাতায়। জ্যোতির সঙ্গে যোগ দিয়েছেন ‘অনিল বাগচীর একদিন’-এর কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী আরেফ সৈয়দ ও ছবিটির নির্মাতা। এ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত তিনি।
উৎসবে ২২ ফেব্রুয়ারি দেখানো হয় আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ ও মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’, আজ থাকছে আহসান কবির লিটনের ‘প্রত্যাবর্তন’ ও অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ ও ২৪ ফেব্রুয়ারি দেখানো হবে শবনম ফেরদৌসীর ‘ভাষাজয়ীতা’, খন্দকার সুমনের ‘পৌনঃপুনিক’, তাসমিয়া আফরিনের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ ও নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’।